ব্রিটেন ও ফ্রান্স আমার সুন্দরী মেয়েদের মতো-ওবামা

obama-daughters-sasha-obama-malia-obama-barack-obama-013আন্তর্জাতিক ডেস্কঃ-মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি বলেছেন, ব্রিটেন ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে তার দুই সুন্দরী মেয়ের মতো। ওবামার মালিয়া ও শাশা নামে দুই মেয়ে আছে এবং তাদের মধ্য থেকে তিনি কাউকে বেছেন নেবেন না বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি ওবামা হোয়াইট হাউজে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। তবে ওবামা এ সময় এক ফরাসি সাংবাদিকের প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি জিজ্ঞাসা করেছিলেন ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে কোন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশি ভালো সম্পর্ক।এক প্রতিবেদনে এ বিষয়ে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।ওবামা বলেন, ‘আমার দুই মেয়ে আছে। তারা খুবই রূপবতী ও সুন্দরী। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেব না।’ওবামা আরো বলেন, ‘ঠিক এভাবেই আমি ইউরোপিয়ান সঙ্গীদের বিষয়ে চিন্তা করি। তারা সবাই তাদের ক্ষেত্রে অসাধারণ। তাঃ-১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ।

 

Exit mobile version