আন্তর্জাতিক ডেস্কঃ- ভারতের উত্তর প্রদেশে মারাত্মক ট্রেন দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে। এর আগে, প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ২০ বলে প্রচার করা হয়েছিল। উত্তর প্রদেশের খলিলাবাদ স্টেশনে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন গোরাখধাম একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি আর বিশেষজ্ঞ লোকের অভাবে তা ব্যাহত হচ্ছে। শেষ খবর পর্যন্ত লাইনচ্যুত বগির ভেতরে লোকজন আটকা পড়ে রয়েছে। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মাদির শপথের দিন সকালে এ ঘটনা ঘটলো। এক টুইটার বার্তায় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি দেখভাল করার নির্দেশনা দিয়েছেন। খবর-রেডিও তেহরান এর, ভারতে প্রতিদিন প্রায় দুই কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে কিন্তু দেশটির রেল-ব্যবস্থাপনায় মারাত্মক রকমের দুর্বলতা ও ত্রুটি রয়েছে।