ভারতের গুজরাটের ভাদোদারার অতলাদারা এলাকায় ভবন ধসে ৫ জন নিহত

india 1অনলাইন ডেস্ক:জি নিউজঃ-ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাটের ভাদোদারার অতলাদারা এলাকায় দুটি ভবন ধসে অন্ততপক্ষে ৬ জন নিহত ও ৪০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন বুধবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে শহরের এলাকায় সরকার নির্মিত এই ভবনটি ধসে এই  দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। । উদ্ধার কর্মীরা এ পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপের ভেতর থেকে ৯ জনকে উদ্ধার করেছেভবনটিতে ১৪টি অ্যাপার্টমেন্ট ছিলএটি আহমেদাবাদ থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত    ৩৫ বছর আগে ভাদোদারা নগর উন্নয়ন কর্তৃপক্ষের (ভিইউডিএ)করা বিশাল আবাসন প্রকল্পের অংশ ছিল ওই দুটি ভবন এই প্রকল্পের আওতায় আরো ৫৪টি একই ধরনের ভবন রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটারে লিখেছেন, “ভাদোদারায় দুটি ভবনের ধসে পড়ার খবর শোনামাত্র উদ্ধার অভিযান শুরু হয়েছেআমার সহকর্মী মন্ত্রী নিতিনভাই দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছেনভাদোদারার পৌর কমিশনার মনিশ দুবে জানান, ধসে যাওয়া দুই ভবনের একটি ভবনের অধিকাংশ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। “জীবিতদের উদ্ধার করার বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিচ্ছিদুর্ঘটনাস্থলে নিয়োজিত উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পাহাড়সমান ধ্বংসস্তূপ পরিষ্কার করে তৎপরতা চালানো সত্যিই খুব কঠিন কাজ জি নিউজ বিডি ডট নেট  তাঃ-২৮-০৮-২০১৩

 

Exit mobile version