ভারতের রাষ্ট্রপতি প্রনাব মুখার্জী স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর রোগ মুক্তির কামনা করে প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত

ুিাুিাউজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ গতকাল (১১ আগস্ট) মঙ্গলবার সকাল ৯:০০টায় নড়াইলে ভারতের রাষ্ট্রপতি প্রনাব মুখার্জী স্ত্রী নড়াইলের ভদ্রবিলা গ্রামের জমিদার পরিবারের মেয়ে শুভ্রা মুখার্জী রোগ মুক্তি কামনা করে নিজ্বস অথায়নে গড়ে তোলা শুভ্রা মুখার্জীর ফাউন্ডেশন ও শুভ্রা মুখার্জী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক অয়ন রঞ্জন দাসের সভাপতিতে স্কুলের নিজ্বস কাযালয়ের ভিতরে গীতা পাঠের মধ্য দিয়ে স্কুলের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা তার আশু রোগ মুক্তি কামনা করে । বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে পরে ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রসাদ বিতারন করা হয়। একই ফাউন্ডেশনের উদ্দগে নড়াইলের জমিদারদের রেখে যাওয়া নরবলি দিয়ে প্রষ্টিতো শ্রী শ্রী সর্বমঙ্গলা কালিবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে মন্দিরের ঠাকুর রতন ঠাকুরের হিন্দু ধর্ম মন্ত্র ওমন্দিরের ভক্তদের নিয়ে তার রোগ মুক্তি কামনা করেন। অপর দিকে তুলারামপুর তার মামা বাড়ি নিজ্বস মন্দিরে স্থানিয় ভক্তদের নিয়ে তার মামাতো ভাই কার্তিক চন্দ্র ঘোষ এর শারভিক পরিচালনায় ভক্তদের মাঝে তার রোগ মুক্তি কামনায় প্রসাদ বিতারন করা হয়। অপরদিকে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যাক্ষ শেখ আনোয়ার হোসেনের সভাপতিতে ভিক্টোরিয়া কলেজের মন্দিরে রোগ মুক্তি কামনা করে গীতা পাঠ করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া করেজের সাবেক শিক্ষক রনোজিৎ কুমার রায়। নড়াইল ভিক্টোরিয়া কলেজের শিক্ষক বরুন কুমার বিশ্বাস অনুষ্টাটি পরিচালনা করেন আনন্দ কুমার বিশ্বাস । ভিক্টোরিয়া কলেজের স্বরস্বতি মন্দিরে ছাত্র/ছাত্রীদের নিয়ে শুভ্রা মুখার্জী আশু রোগ মুক্তি কামনা করেন। অনদিকে সাংবাদিক উজ্জ্বল রায়ের উদ্দগে ও অনলাইন মিডিয়ার সাংবাদিক মোঃ হিমেল মোল্যা ও নড়াইল পৌর কাউন্সিলর আবু মোঃ ফেরদৌস (মিলন) এর সার্বিক সহযোগিতায় রূপগঞ্জ মুচিপোল হরি মন্দিরের বটতলায় তার রোগ মুক্তি কামনা করে গীতা পাঠের ও প্রসাদ বিতারন করা হয়। উল্লেখ্য শ্রমপ্রতি ভারতের রাষ্ট্রপতি প্রনাব মুখার্জী ও স্ত্রী শুভ্রা মুখার্জী কে নিয়ে ভদ্রবিলা শশুরলয় এসে নিজ্বস অর্থায়নে মন্দির, বিদ্যাপিঠ, নড়াইল ভিক্টোরিয়া কলেজের মহিলা হস্টেল সহ অনেক সামাজিক প্রতিষ্টান করে দিয়ে গেছেন।নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের পুলইডাঙ্গা গ্রামের থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকআক্তার মুল্যা , নুর, বুলু রায়, খাইরুল ফকির জানান, শুভ্রা মুখার্জী বাবা ভদ্রবিলা গ্রামের তত কালিন সময় জমিদার ছিলেন। সেই পরিবারের মেয়ে ভরতের রাষ্ট্রপতি প্রনাব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী আমাদের গ্রামের বড় দিদি বলে আমরাও দিদির আশু রোগ মুক্তি কামনা করে প্রার্থনা ও দোয়া করেন ।

Exit mobile version