অনলাইন ডেস্ক, জি নিউজঃ- ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্তবাসে প্যারামেডিকেল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় চার অভিযুক্তর ফাঁসির রায় দিয়েছে আদালত। ভারত তথা গোটা বিশ্বের মানুষের স্মৃতিতে অম্লান হয়ে আছে সেই ঘটনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্তব্ধ করার মতো খবর বেরিয়েছে ভারতের গণমাধ্যমগুলোতে। এবারের ঘটনা মহারাষ্ট্রের বাদলাপুরের থানে এলাকায় ঘটেছে। সেখানে চারবছর বয়সী এক শিশুকন্যা স্কুল বাসে ধর্ষণের শিকার হয়েছে। চলতি মাসের ৬ সেপ্টেম্বর এ ঘটনা ঘটলেও ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে রোববার এ ঘটনা জানিয়েছে। ওইদিন বিকেল চারটার দিকে স্থানীয় স্কুলের শিশুশ্রেণীর ছাত্রী ওই মেয়েটি স্কুলবাসে একা একা বসেছিল। সুযোগ পেয়ে স্কুলটির সুইপার ২৬ বছর বয়সী সন্দীপ শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটি তার মা-বাবাকে ওই ঘটনা জানালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটির মা বাবা এফআরআই দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সন্দীপ কার্ভকে আটক করেছে। সেইসঙ্গে স্কুলবাসটি জব্দ করেছে। অভিযুক্ত সন্দীপ এর আগেও এ ধরনের কোনো অপরাধ করেছেন কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডে
সূত্র : অনলাইন