ভারত নিজের স্বার্থ নিয়ে কাজ করছে,তারা কখনো বাংলাদেশের স্বার্থ নিয়ে ভাবেনি: এমাজউদ্দীন

অনলাইন ডেস্ক:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে অনেকের ধারণা তিনি ( মোদি) আসলে বাংলাদেশের অনেক সমস্যা সমাধান হবে। কিন্তু আমি মনে করি, ভারত আজীবন নিজেদের স্বার্থ নিয়ে কাজ করছে। তারা বাংলাদেশের স্বার্থের কথা কখনো ভাবেনি, বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ ।

তিনি বলেন, ভারতের স্বার্থে তিতাস নদী খনন করা হয়েছে, বাংলাদেশের স্বার্থে নয়। এরমধ্যে ভারতের পক্ষে থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিস্তা পানি চুক্তি সম্পর্কে কোনো আলোচনা করা হবে না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ ’’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এমাজউদ্দীন বলেন মোদি বা যে সরকার প্রধানেই আমাদের দেশে আসুক আমাদের লক্ষ্য রাখতে হবে দেশের স্বার্থে তাদের কাছ থেকে আমরা কতটা সুবিধা পাচ্ছি।

সাংবিধান প্রনেতাদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, সংবিধানে ৫ বছর পর পর শুধু জনগণের ভোট প্রদানের ক্ষমতা না দিয়ে, সংবিধানে তাদের সঠিক অধিকার নিশ্চিত করুন।

বর্তমান প্রধানমন্ত্রী কথায় কথায় জঙ্গিবাদের কথা বলেন উল্লেখ করে এমাজউদ্দীন বলেন, ভারতের মত আমাদের দেশে এত সাম্প্রদায়িক সংঘাত হয় না। শেখ হাসিনার এসব কথার মূল উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা ।

Exit mobile version