বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এবং সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খানের অপসারণ দাবি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থি শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে এই দাবি জানান তারা।
বক্তারা দাবি করেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মচারী নিয়োগ দেওয়া এখতিয়ার উপাচার্যের আছে। কিন্তু সেই নিয়োগ স্থগিত করার কোনো অধিকার ইউজিসির নেই। চলতি মাসের মধ্যে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। রসায়ন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও ভুগোল বিভাগের শীক্ষার্থীরা সমাবেশে যোগ দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত না ক্লাশ বর্জনের হুমকি দেয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, রসায়নের প্রভাষক তারিকুল ইসলাম, ভূগোলের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও মাসুম আলী প্রমুখ।
শিক্ষক ও কর্মচারী নিয়োগে উপাচার্য আবদুল জলিল মিয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ইউজিসি চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা এবং নিয়মিত, এডহক ও দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী পদে নিয়োগ স্থগিত করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি/জি নিউজ