ভেনিজুয়েলায় সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেক্সঃ- ভেনিজুয়েলায় সরকারের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি  বিক্ষোভের সময় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল লুইসা ওর্তেগা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে-বিপক্ষে বিক্ষোভের সময় সহিংসতায় নিহতের সংখ্যা আরো বেড়েছে। এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৬০ জন। তিনি আরো বলেছেন, মানবাধিকার লংঘনের বহু ঘটনা ঘটেছে। রেডিও তেহরানের প্রতিবেদনে জানা যায় এর মধ্যে ২৭টি ঘটনার তদন্ত চলছে। বিশেষকরে কারাবুবু রাজ্যের এক তরুণ পরিচ্ছন্নতাকর্মীর হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত চালাচ্ছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। গত ১২ ফেব্রুয়ারি থেকে ভেনিজুয়েলায় সরকারের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ চলছে। সরকার বিরোধীরা বলছে, প্রেসিডেন্ট মাদুরোর ভুল নীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। দেশে নিত্য প্রয়োজনীয পণ্যের সরবরাহও কমে গেছে বলে তাদের অভিযোগ। সরকার সমস্যা সমাধানে আলোচনার ডাক দিলেও তাতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিরোধীরা।এদিকে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, তার দেশে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে আমেরিকা। এ লক্ষ্যে ওয়াশিংটন সরকার বিরোধীদের সমর্থন দিচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version