সাতক্ষীরা , জি নিউজ ঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৬ বছরে বিএনপি যে উন্নয়ন করেছে বর্তমান সরকার চার বছরে তার চেয়ে অনেক বেশী উন্নয়ন করেছে। বর্তমান সরকারের আমলে ৭ টি নতুন বন্দর নির্মান করা, ৪ টি স্থল বন্দর চালু করা এবং মংলা বন্দর সচল করা হয়েছে। এছাড়াও ২ টি আড়াই’শ মেট্রিক টন ধারণ ¶মতা সম্পন্ন উদ্ধারকারি জাহাজ নামানো হয়েছে। মন্ত্রী বলেন, দেশের নদী গুলির নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজার ক্রয় করে ৮’শ কিলেমিটার নদীপথ খনন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে পূর্নাঙ্গ স্থল বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃ¶ের চেয়ারম্যান ময়েজ্জদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবর রহমান এমপি, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজর“ল ইসলাম, সাত¶ীরা পৌরসভার মেয়র এম এ জলিল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপ¶ের সদস্য (ট্রাফিক) আকতার-উজ-জামান, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সীমা সাহা, সাত¶ীরা জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার মো. আসাদুজ্জমান প্রমূখ।
মন্ত্রী বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, শুধু রাজাকার, যুদ্ধাপরাধিদের ভালবাসলে দেশকে ভালবাসা যায়না। দেশকে ভালবাসতে হলে মানুষকে ভালবাসতে হয়। মানুষের কল্যাণে কাজ করতে হয়।
হেফাজতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, যখন কোরআন শরীফ পোড়ানো হয় তখন আপনারা চুপ থাকেন। আর ষড়যন্ত্র করেন কখন সরকারকে উৎখাত করা যাবে। এসময় মন্ত্রী বন্দরের উন্নয়নে যা যা করনীয় তা তিনি করবেন বলে আশ্বাস দেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা শুল্ক স্টেশন হিসেবে প্রতিষ্ঠা হয়। দীর্ঘ ১৭ বছর পর এটিকে পূনাঙ্গ স্থল বন্দর হিসেবে ১৮ মে শনিবার উদ্বোধন করলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। ১৫ দশমিক ৭২ একর জমির ওপরে ২০ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত এ স্থল বন্দরের মধ্যে তৈরী করা হয়েছে ২ টি ওয়্যারহাউজ, ওপেন ইয়ার্ড, ওয়েব্রীজ স্কেল, অফিস ভবন, ব্যরাকভবন, পাওয়ার হাউজসহ বিভিন্ন অবকাঠামো। ফলে সাতক্ষীরার ভোমরা বন্দরটি এখন থেকে পূর্ণাঙ্গ হিসেবে র“প নিল।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা