আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃভোলার লালমোহন উপজেলা নির্বাচনে বিএনপির একাংশের প্রার্থী আকতারুজ্জামন টিটবকে বহিষ্কার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. রুহুল কবির রিজবী স্বাক্ষারীত এক চিঠিতে টিটবকে বহিষ্কার করা হয়। এঘটনায় উপজেলা ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, দলীয় শৃক্সখলা বঙ্গ এবং দলের বিরোধীতা করার কারনে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।