ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও নারী মেলা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃভোলায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় ভোলা জেলা প্রগভমসকের কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের করা হয়। এছাড়াও নারী দিবস উপলক্ষ্যে ভোলা শহরের টাউন হল চত্তওে এক নারী মেলার আয়োজন করা হয়।

নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিটিতে ভোলার বিভিন্ন এলাকার কর্মমুখি নারীরা অংশ নেন। এছাড়াও স্কুল ও কলেজের ছাত্রীরাও অংশ নেন। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হল চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে এক নারী মেলার আয়োজন করা হয়। মেলায় ১২টি স্টল অংশ নেয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য নারী-পুরুষের সমতা, অগ্রগতির মূলকথা। নারী দিবস উপলক্ষ্যে কবি মোজাম্মেল হক টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আরিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুননেছা সহ সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও কর্মমুখি নারীরা। আলোচনা সভায় বক্তারা সমাজে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহন নিশ্চিত করার তাগিদ দেন।

 

 

Exit mobile version