মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

hস্টাফ রিপোর্টার, জি নিউজ:আগামীকাল মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া ১০ এপ্রিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টায় জোট নেতাদের সাথে বিএনপি চেয়ারপারসনের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিরোধী দলীয় সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি, সারাদেশে সরকারের নির্দেশে পরিচালিত গণহত্যার প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং ব্যর্থ, অযোগ্য স্বেচ্ছাচারী সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সারা দেশে হরতাল পালন করা হবে। উল্লেখ্য, এর আগে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে আজ সোমবারের মধ্যে তাকে মুক্তি না দিলে মঙ্গলবার হরতালের ডাক দিয়েছে ছাত্র শিবির। আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে গতকাল রোববার রাত সোয়া ৯টায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের শরিক দলের নেতাদের সাথে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর, বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, এলডিপির অলি আহমেদ, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহীম বীরপ্রতিক, এনডিপির সভাপতি গোলাম মোর্তুজা, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, জাগপার মহিউদ্দিন বাবলু, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইসহাক, বাংলাদেশ পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মুবিন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আনোয়ারুল হক, জমিয়তে ওলামায়ে ইসলাম মূফতি মো. ওয়াক্কাস, ডেমোক্রোটিক লীগের খোকন চন্দ্র দাস প্রমুখ। আগামী ২ এপ্রিল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া ১০ এপ্রিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টায় জোট নেতাদের সাথে বিএনপি চেয়ারপারসনের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

 

জি নিউজ বিডি.নেট/০১-০৪-২০১৩

Exit mobile version