৫০০ কোটি টাকার তহবিল গড়তে মুখ্যমন্ত্রী বলেন, তামাকের ওপর বাড়িত কর বসিয়ে টাকা তোলা হবে৷ এজন্য বেশি করে সিগারেট খাওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷বির্তকিত এই পরামর্শে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে৷ সংগঠনের অভিযোগ-মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যে ধমূপানে উৎসাহ দেওয়া হয়েছে৷ যা মানবাধিকার লঙ্ঘনের সামিল৷ ধূমপান ক্যানসারের কারণ৷ অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করুন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিক রাজ্য মানবাধিকার কমিশন৷
মানবাধিকার কমিশন সূত্রে খবর, বিষয়টি কমিশনের চেয়ারম্যানের নজরে এসেছে৷তবে এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি৷