মমতার বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ

momotaঅনলাইন দেস্ক,জি নিউজ: পশ্চিমবঙ্গে সারদাকাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে ৫০০ কোটি টাকার তহবিল গড়তে বেশি সিগারেট খাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করল মানবাধিকার সংগঠন এপিডিআর৷
৫০০ কোটি টাকার তহবিল গড়তে মুখ্যমন্ত্রী বলেন, তামাকের ওপর বাড়িত কর বসিয়ে টাকা তোলা হবে৷ এজন্য বেশি করে সিগারেট খাওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷বির্তকিত এই পরামর্শে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে৷ সংগঠনের অভিযোগ-মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যে ধমূপানে উৎসাহ দেওয়া হয়েছে৷ যা মানবাধিকার লঙ্ঘনের সামিল৷ ধূমপান ক্যানসারের কারণ৷ অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করুন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিক রাজ্য মানবাধিকার কমিশন৷
মানবাধিকার কমিশন সূত্রে খবর, বিষয়টি কমিশনের চেয়ারম্যানের নজরে এসেছে৷তবে এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি৷

Exit mobile version