আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গড়াই টুয়েন্টিফোর ডটকম ও জাতীয় সাপ্তাহিক দূরন্ত প্রকাশ এর সম্পাদক –প্রকাশক এইচ এম নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাতেন ও দৈনিক ইত্তেফাকের টঙ্গী উপজেলা সংবাদদাতা কাজী রফিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী এবং এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হচ্ছে ঃ সহ-সভাপতি এইচ. এম হেমায়েত হোসেন( ডেইলি দি মুসলিম টাইমস), এম.রফিকুল ইসলাম( দৈনিক সংগ্রাম), যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমন (দৈনিক আজকের জনতা), আরিফুর রহমান রাসেল খান(দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক এম.ইব্রাহীম সরকার(ফোকাস বাংলা নিউজ), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সগির আহমেদ(দৈনিক ভোরের পাতা), কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম শিশির(দৈনিক নতুন ভোর), ক্রীড়া ও সাংস্তৃতিক সম্পাদক দেলোয়া হোসেন( বাংলা চোখ), প্রচার সম্পাদক নাদিরা কিরন(অপরাধ বিচিত্রা), তথ্য ও গবেষনা সম্পাদক মনির হোসেন(দৈনিক সোনালী বার্তা), মহিলা বিষয়ক সম্পাদিকা রোজী সুলতানা উষা(মানবাধিকার খবর), দপ্তর সম্পাদক এস.এম আজিজুল হাকিম(সাপ্তাহিক সমাজ চিন্তা)।
কার্যকরী সদস্য গোলাম মোস্তফা (দৈনিক আলোর জগত), আব্দুল মান্নান, ( আরটিভি ), শফিউদ্দিন বাবু ( দৈনিক মুক্তখবর), এস.এম রানা(দৈনিক মতামত), মোঃ নুরুল আমিন হাসান( যমুনা নিউজ২৪.কম), এম.মহসিন(দৈনিক নবরাজ), সামছুল ইসলাম আজিম(দৈনিক ইন্তেকাব), মতিউর রহমান(প্রভাতীর আলো), মোঃ নুরুল আমিন মঞ্জু(সাপ্তাহিক ২০০০), মিজানুর রহমান সবুজ(দৈনিক মুক্তখবর), মোবারক হোসেন(দৈনিক রুদ্র বাংলা), শহিদুল ইসলাম রাজু(বাংলার ফটো নিউজ.কম), মোহাম্মদ ইব্রাহীম(টাইমস্ ২৪.নেট), সাইফুদ্দিন সরকার সানী(সংবাদ প্রতিদিন.কম), সোহেলী আক্তার শিখা(গড়াই২৪.কম) প্রমুখ।