মহাসেন মোকাবেলায় -চট্টগ্রাম বন্দরে জারি করেছে এলার্ট -২

চট্টগ্রাম প্রতিনিধি, জি নিউজ :- চট্টগ্রাম সমুদ্র বন্দরে চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে বন্দর বোর্ড রুমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির এক বৈঠকে- ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় আলোচনা করা হয়। এদিকে  সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত জারি করায় পর  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ -এলার্ট-২ জারি করেছে , সার্বক্ষণিক  যোগাযোগের জন্য খোলা হয়েছে দুটি কন্ট্রোল রুম। সতর্ক করা হয়েছে বহির্নোঙ্গরের সব লাইটারেজ জাহাজকে। বৈঠক শেষে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন সাংবাদিকদের জানান, সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করলে বন্দরে এলার্ট-২ জারি করা হয়। তিনি আরো জানান, কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত থাকার জন্য আদেশ দেয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে সাইক্লোন শেল্টার ।  বৈঠকে উপস্থিত ছিলেন- ডিসি পোর্ট সাইফুল ইসলাম, নৌ-বাহিনী, বাংলাদেশ শিপিং করপোরেশন, কোস্ট গার্ড প্রতিনিধি ও চট্টগ্রাম বন্দরের সকল বিভাগীয় প্রধানরা।

Exit mobile version