‘মহাসেন’ মোকাবেলায় সতর্ক সাতক্ষীরা জেলা প্রশাসন

remon pic সাতক্ষীরা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘মহাসেন’ এর দূর্যোগ মোকাবেলায় সব ধরনের সতর্কতা গ্রহন করেছে সাত¶ীরা জেলা প্রশাসন। ‘মহাসেন’ মোকাবেলায় প্রস্তুতি ও করনীয় নিয়ে সোমবার বিকেলে জেলা প্রশাসক দূর্যোগ প্রস্তুতি কমিটির জর“রী সভায় মিলিত হন।

জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার জানান, যারা গহীন সমুদ্রে বা সুন্দরবনের মধ্যে আছেন তাদেরকে ফিরে আসতে নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলে ফিরতে শুর“ করেছে। নতুনভাবে যাতে কেউ সমুদ্র বা সুন্দরবনে মৎস্য শিকারে না যায় সেজন্য সংশি­ষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জর“রী সাহায্যের জন্য মন্ত্রনালয়ে পত্র পাঠানো হয়েছে বলেও গনমাধ্যমকে তিনি জানিয়েছেন। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, তিনি সোমবার দুপুর ১ টা ১৫ মিনিটে ৪ ন¤^র সতর্ক সংকেত পেয়েছেন। এরপর জর“রী দূর্যোগ প্রস্তুতি কমিটির সভা আহবান করেছেন। সকল ইউনিয়নে স্থানীয় ¯ে^চ্ছাসেবকদের যে কোনো ধরনের দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতিতে থাকার আহবান করেন। একই সাথে সবকটি ইউনিয়নের চেয়ারম্যানকে ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র গুলি পরিষ্কার পরিছন্ন করে খুলে রাখতে বলা হয়েছে।

শ্যামনগর উপজলোর নির্বাহী কমকর্তা (অতিরিক্ত দায়িত্বে) তৌফিক-ই-লাহী জানান, আড়াই হাজার (সিডিএমপি) কর্মীকে সতর্ক রাখা হয়েছে। উপজেলার সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাত¶ীরার সিভিল সার্জন ডা. এস জেড আতিক জানান, জেলা ¯^াস্থ্য বিভাগের উদ্যোগে ৭৮ টি ইউনিয়নে জর“রি মেডিকেল টিম গঠন করা হয়েছে। একই সাথে উপজেলা ¯^াস্থ্য কমপে­ক্সগুলিতেও আলাদা মেডিকেল টিম কাজ করবে। তাদেরকে ইতিমধ্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবোর্চ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যš— গতকাল বিকেল থেকে জেলা শহরে আকাশ মেঘাচ্ছন্নসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুর“ হয়। যেকোন সময় জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কাজী নাসির উদ্দীন/ সাতক্ষীরা/ জি নিউজ

Exit mobile version