মাওলানা জুনাইদ বাবুনগরী চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে

gnewsআদালত প্রতিবেদক,জি নিউজঃ-  গতবুধবার হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনাইদ বাবু নগরীকে ৩টি  মামলায় জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার মধ্যে মতিঝিল থানার তিন মামলায় জামিন পান। গতবুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে  বাবুনগরীর আইনজীবী এডভোকেট ছানাউল্লাহ মিয়া জামিন আবেদন করেন। জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন  মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ কোনো বিরোধিতা তো করেনিই বরং জামিনের পক্ষে সুপারিশ করেন। জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও ৩ মামলায়ই তাকে গ্রেফতার দেখানো হয়। বাবুনগরীর পায়ে অস্বাভাবিকভাবে পচন ধরায় শনিবার চিকিৎসার জন্য তাকে বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। হাসপাতালে ভর্তির পর ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। অবস্থা আরও খারাপ হলে অপারেশনের সিদ্ধান্ত  নেয়া হয়। আর অপারেশন করার পর থেকে অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। হেফাজতে  ইসলামের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী এখনও বারডেমের আইসিইউতে ।

Exit mobile version