সাপাহার থানার ওসি নূর ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলার জামালপুর গ্রামের মিজানুর রহমান নামের এক ব্যক্তির তার একটি পুকুরে খনন কাজে কিছু শ্রমিক লাগিয়ে দেন। বিকালে খননকালে ওই মূর্তিগুলো পাওয়া যায়।
পরে সন্ধ্যায় মিজানুর থানায় সংবাদ দিলে পুলিশের এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থাল থেকে ভাঙ্গা অবস্থায় বিষ্ণু মুর্তিসহ দুই টুকরো কালো পাথরের মুর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ওসি আরো জানান, মুর্তিগুলো স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করার হয়েছে। মূর্তিগুলো কষ্টি পাথরের নয়।
তবে প্রত্যক্ষ্যদর্শী অনেকেই দেখে মুর্তিটিকে কষ্টি পাথরের বলে দাবী করেছে।