মাধ্যমিকে ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

 

 

জি নিউজ ডেস্ক :- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় – গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার , যার অপেক্ষায় ছিলেন সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী। এবার পাশের হার বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৪। দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারাই এবার মাধ্যমিক পরীক্ষা দেয়। ৩ ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী; এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

 

জি নিউজ /মে ৯, ২০১৩

Exit mobile version