মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেবে: বিএনপি

স্টাফ রিপোর্টার, জি নিউজ :কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আজকের হরতালে সারা দেশে তাঁদের ৩০২জন নেতা-কর্মী আহত, ২০৬জন গ্রেফতার এবং আট শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সরকার যে ভাষায় কথা বলছে এবং যে ভঙ্গিতে কাজ করছে, তা পরিবর্তন করলে ভালো হয়। এ সময় তিনি বলেন, বিরোধী দল জরুরি অবস্থা জারি করে না, করে সরকারি দল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক মাসের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে যে আশাবাদ ব্যক্ত করেছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় শামসুজ্জামানের। জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রী যদি বিরোধী দলের দাবি, নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের বিষয়গুলো মাথায় রেখে তাঁর নেত্রীর সঙ্গে কথা বলে এই উক্তি করেন এবং অন্তবর্তী সরকারের দাবি যদি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হয়, তাহলে আমরা বিষয়টিকে স্বাগত জানাই। দুদু বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে সরকারের পেটোয়া বাহিনী পুলিশ, র‌্যাব, বিজিবি ও আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসী ও তাদের নব্য দোষররা আধিপত্য অক্ষুন্ন রাখতে বিরোধীদলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা অব্যাহত রেখেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের মদদে দেশে এখন খুনীদের রাজত্ব কায়েম হয়েছে। সরকারের পুলিশ বাহিনী দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর নির্মম হামলা চালিয়ে প্রতিদিন মানুষ খুনের বর্বর খেলায় মেতে উঠেছে। আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় সারাদেশে হত্যা গুম ও অপহরণসহ নানা পৈশাচিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এখন দেশে চলছে নানামুখি হামলা, মিথ্যা মামলা, রিমান্ডের নামে শারীরিক নির্যাতন, লুটপাট, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য। ক্ষমতাসীন দলের কয়েকজন মন্ত্রী নেতার দাম্ভিকতা ও ধৃষ্টতাপূর্ণ আচরণে দেশের শান্তিপ্রিয় মানুষ ভীত ও সন্ত্রস্ত। ওই সব নেতামন্ত্রীরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার জন্য। মন্ত্রী-নেতাদের নির্দেশে পুলিশ, র‌্যাব, বিজিবি জনগণের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করছে। লাশের মিছিলে প্রতিদিন নতুন নতুন শহীদের নাম যুক্ত হচ্ছে। পুরো দেশকে এক ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত করে সরকার প্রকারান্তরে জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। দুদু আরো বলেন, তারা শুধু গণহত্যা করেই ক্ষ্যান্ত হননি, বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে তাদের জেলে পুরে রেখেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আমিনুল ইসলাম ।

 

Exit mobile version