মার্কিন গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক

gnewsbd.netডেস্ক রিপোর্ট ,জি নিউজ ঃ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (ইউএসএসএস) প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জুলিয়া পিয়ারসন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রভাবশালী এ গোয়েন্দা সংস্থার প্রধান পদটিতে ইতোমধ্যে তাঁর নামটি নির্বাচিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইউএসএসএস’র প্রধান পরিচালক হিসেবে জুলিয়ার নাম ঘোষণা করে এক বিবৃতিতে ওবামা বলেন, “এই সংস্থায় ৩০ বছরেরও বেশি সময় ধরে একনিষ্ঠতার সঙ্গে কাজ করে জুলিয়া কাজের প্রতি নারী-পুরুষের সমান উৎসর্গের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।”

ওবামা বলেন, “জুলিয়ার অর্জন সবার জন্য একটি অনন্য দৃষ্টান্ত। আমি জানি তার এই অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হিসেবে কাজ করতে নতুন চ্যালেঞ্জ গ্রহণে তাকে নির্দেশনা দেবে।

ফ্লোরিডার বাসিন্দা জুলিয়া ১৯৮৩ সালে গোয়েন্দা সংস্থার মিয়ামি শাখায় যোগদান করেন। ১৯৮৮ সালের পর তিনি প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগে ৪ বছর কাজ করেন।

জুলিয়ার নিয়োগ নিশ্চিত করতে মার্কিন পার্লামেন্টে (কংগ্রেস) কোনো বিল পাস হতে হবে না।

গোয়েন্দা সংস্থার সাবেক চিফ অব স্টাফ জুলিয়া গত মাসে অবসরের ঘোষণা দেওয়া মার্ক সুলিভান এর স্থলাভিষিক্ত হবেন।

 

জি নিউজ /ডেস্ক রিপোর্ট /২৮-০৩-২০১৩

Exit mobile version