আর্ন্তজাতিক ডেস্ক:- আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য যাওয়ার পথে রুমানিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হয়েছে। রাজধানী বুখারেস্ট থেকে রুমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(শুক্রবার) এ কথা জানিয়েছে। রুমানিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মালানক্রাভ’এ দুর্ঘটনা ঘটেছে এবং রুমানিয়ার তৈরি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই জন আহত হওয়ার কথাও জানান হয়েছে। অবশ্য দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু উল্লেখ না করে একটি তদন্ত কমিটি গঠনের খবর দেয়া হয়েছে। কাম্পিয়া তুরজি থেকে হেলিকপ্টারটি আকাশে উড়েছিল এবং এটি মহড়ায় অংশ নেয়ার জন্য সিনসু শহরে যাচ্ছিল।খবর:রেডিও তেহরান, ন্যাটো সদস্য রুমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে।