মালদহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ১৬ বরযাত্রী নিহত, ক্ষতিপূরণ ঘোষণা

rt ac 12অনলাইন ডেস্কঃ- পশ্চিমবঙ্গের মালদহ জেলায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সারারাত বিয়ের অনুষ্ঠান শেষে  গতকাল(মঙ্গলবার) সকালে মালদহ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে উত্তর দিনাজপুরের করণদিঘিতে যাচ্ছিল বরযাত্রীবাহী দু’টি গাড়ি। সকাল ৭টার দিকে পুরাতন মালদহের কালুয়াদিঘির কাছে বরযাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পাটবোঝাই একটি লরিকে ধাক্কা মারে। এ সময় পেছনের গাড়িটিও সামনের গাড়িতে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।   দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়কের যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে চার লেনের রাস্তা রয়েছে। বরযাত্রীদের গাড়িটি যে লেন দিয়ে যাওয়ার কথা ছিল তার উল্টো লেন দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে উত্তরকন্যায় মন্ত্রিসভার বৈঠকে যোগ না দিয়েই মালদহে ফিরে যান পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করা হয়েছে।খবর-রেডিও তেহরান তাঃ-১২ফেব্রুয়ারি২০১৪।

 

Exit mobile version