মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সিআইএ জড়িত

biman 1আন্তর্জাতিক ডেস্কঃ- মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার সঙ্গে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত বলে মনে করছেন মার্কিন পত্রিকা ‘ভেটেরান্‌স টুডে’র সিনিয়র এডিটর গর্ডন ডাফ। এ ছাড়া, ২৩৯ জন আরোহীসহ বোয়িং ৭৭৭ বিমানটি  ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছে তাও যথার্থ নয় বলে মনে করছেন ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক এ মেরিন সেনা। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির ওয়েব সাইটে প্রকাশিত এক নিবন্ধে এসব কথা বলেছেন তিনি। গর্ডন ডাফ আরো লিখেছেন, জরুরি অবস্থায় বিমানটির নিয়ন্ত্রণ সিআইএ গ্রহণ করতে পারবে এমন ব্যবস্থা রাখা হয়েছিল রহস্যজনকভাবে নিখোঁজ বিমানটিতে। গত ৮ মার্চের প্রথম প্রহরে বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ কুয়ালালামপুর থেকে উড্ডয়নের এক ঘণ্টা পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ১৬ দিনের আন্তর্জাতিক তল্লাশির পর বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছ বলে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন। নাজিব রাজাকের এ ঘোষণা সম্পর্কে গর্ডন গাফ বলেন, কার্যত অসম্ভব কিছু যুক্তি এ ঘোষণা মাধ্যমে তুলে ধরা হয়েছে।সূত্র-রেডিও তেহরান, এদিকে যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মালয়েশিয়া তা হস্তান্তর করার দাবি জানিয়েছে চীন। বিমানটির যাত্রীদের মধ্যে অন্তত ১৫০ জন  ছিলেন চীনের নাগরিক।

Exit mobile version