অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ- মিশরে পূর্ণমাত্রায় সামরিক অভ্যুত্থানের প্রক্রিয়া চলছে। রাস্তায় রাস্তায় নেমেছে ট্যাংক। নিরাপত্তা রক্ষাকারীরা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও ইসলামি সিনিয়র নেতাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তার সিনিয়র সহকর্মী এসাম আল হাদ্দেদ বলেছেন, দেশে এখন সামরিক অভ্যুত্থান চলছে। মুরসির নিজের দল মুসলিম ব্রাদারহুডও একই কথা বলেছে। ওদিকে ফেসবুকে মুরসি দেশে ঐকমত্যের ভিত্তিতে জোট সরকার গঠনের কথা বলেছেন। ওই সরকার আগামী পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তাহরির স্কোয়ারে যৌন হয়রানি করা হয়। এখন মিশরের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? কে দেশের শাসন ক্ষমতায়? গত চার দিনের আন্দোলনে এই তাহরির স্কোয়ারে ৯১ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। সেনাবাহিনী যে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। কিন্তু তাদের দাবির কাছে জীবন থাকতে মাথানত না করার প্রত্যায় ঘোষণা করেছেন মুরসি। এরপর সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেন। যেকোন সময় তারা এখন বিবৃতি দিতে পারে। তাহলেই পরিষ্কার হবে মিশরে কি ঘটতে যাচ্ছে।