মিস ইন্ডিয়া দিল্লির অদিতি আর্য

mis

অনলাইন ডেস্ক:-  ২০১৫ মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দিল্লির বাসিন্দা অদিতি আর্য প্রতিযোগিতায় দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী আফ্রিন রাচেল ভাজ বর্তিকা সিংহ অদিতি দিল্লিতে একটি ফার্মে রিসার্চ অ্যানালিস্টের কাজ করেন পরবর্তী বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অদিতি

শনিবার রাতে মুম্বইয়ের যশ রাজ স্টুডিওয় এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব আয়োজিত হয়েছিল উপস্থিত ছিলেন বলিউড তারকারাও অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেনজন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কপূর, ফিরোজ নাদিয়াদওয়ালা, আবু জনি, সন্দীপ খোসলা, শিল্পা শেঠ্ঠি, সোনালী বেন্দ্রে, চিত্রাঙ্গদা সিংহ এবং শিয়ামক দাভরখবর:ওয়েবসাইট,এছাড়াও বিশেষ চমক ছিল জ্যাকলিন ফার্নান্ডেজ শাহিদ কপূরের পারফর্ম্যান্স

 

Exit mobile version