মুরসির ৬ সমর্থককে হত্যা করল সিসি’র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:- মিশরের পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি’র অন্তত ছয় সমর্থককে হত্যা করেছে। গত বছর সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গণহত্যার বার্ষিকীতে বৃহস্পতিবার রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার ইখওয়ান কর্মী। তাদের ওপর পুলিশের নির্মম হামলায় শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। সেনা অভ্যুত্থান বিরোধী ও মুরসিপন্থী হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কায়রোয় ‘আমরা ন্যায়বিচার চাই’ ব্যানার নিয়ে মিছিল বের করেন। কিন্তু বিচার চাইতে গিয়ে লাশ হয়ে ঘরে ফেরেন অন্তত ছয় বিক্ষোভকারী। ২০১৩ সালের ৩ জুলাই তৎকালীন সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। এর প্রতিবাদে রাজধানী কায়রোর রাবা-আল-আদায়িয়া ও আন-নাহদা স্কয়ারে অবস্থান ধর্মঘট শুরু করেন মুরসির হাজার হাজার সমর্থক। ১৪ আগস্ট তাদেরকে উৎখাতের জন্য গণহত্যা চালায় মিশরের সেনাবাহিনী ও পুলিশ। এতে কয়েক হাজার নিরপরাধ মানুষ নিহত হয়। সে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার ইখওয়ান কর্মী।সূত্র:রেডিও তেহরান

Exit mobile version