আন্তর্জাতিকডেস্কঃ-মিশরেরপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসির উৎখাতেরপর দেশটির সেনা সমর্থিত সরকার এ পর্যন্ত অন্তত ১৬ হাজার মানুষকে কারাগারেপাঠিয়েছে। সম্প্রতি এক রিপোর্টে এ খবর প্রকাশিত হয়েছে।দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়েএ রিপোর্ট প্রকাশ করেছে এ্যাসোসিয়েটেড প্রেস। খবরে বলা হয়েছে, কারাবন্দীদের মধ্য ইখওয়ানুল মুসলেমিনের তিন হাজার সমর্থক রয়েছে। গত আট মাসেবিভিন্ন সময় এদের আটক করে কারা-অন্ধকারে নিক্ষেপ করা হয়।এসব রাজবন্দীর মধ্যে নারী ও সাধারণ মানুষওরয়েছে। রিপোর্টে আরো বলা হয়, অসংখ্য বন্দীদের কোন রকম অভিযোগ ছাড়াই মাসেরপর মাস আটক রাখা হয়েছে।এছাড়া, কারাগারে বন্দীদের শারীরিকনির্যাতনের অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। কয়েকজন বন্দী কারাগারেরঅসহনীয় নির্যাতন ও দুর্ভোগের বর্ণনা দিয়েছে।খবর রেডিও তেহরানর, সেই সঙ্গে, গত বছর মিশরের বৃহত্তম রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির সেনা সমর্থিত সরকার।