মেয়েদের আকর্ষণীয় করে তুলতে টাঙ্গাইলসহ গোটা দেশে যা হচ্ছে

লাইফস্টাইল ডেস্ক:- গরু মোটাতাজাকরণ বড়ি ‘ওরাডেক্সন’। তবে আজকাল টাঙ্গাইলসহ বাংলাদেশের বিভিন্ন পতিতালয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এসব খাওয়ানো হচ্ছে। মেয়েটার নাম হাসি। মাত্র ১৭ বছর বয়স তার। এ বয়সের একটা মেয়ে লেখাপড়া করবে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক। কিন্তু অল্প বয়সী হাসিকে কাজ করতে হচ্ছে একজন পতিতা হিসেবে। কোনো কোনো দিন তাকে ১৫ জন পুরুষকেও খুশি করতে হয় বলে সে জানিয়েছে। তার চার বছরের একটি ছেলেও রয়েছে, যে থাকে হাসির আত্মীয় স্বজনের কাছে। গত দুই বছর ধরে হাসি তার ছেলেকে দেখেনি।
হাসি কাজ করে টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতালয়ে। প্রায় ৯শ’ যৌনকর্মীর বাস সেখানে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক কর্মীর সংখ্যা ৫০-এর বেশি হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, একেকজন মেয়েকে কিনতে ৫০ হাজার থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। আবার অভাবের কারণেও অনেকে পতিতাবৃত্তি বেছে নেয়। প্রশাসনের সাথে পতিতালয়ের যোগসাজশ থাকাটা অস্বাভাবিক কিছু না বলে সূত্র জানায়।
এদিকে, অল্প বয়সি মেয়েদের আকর্ষণীয় করে তুলতে গরু মোটাতাজাকরণের বড়ি ওরাডেক্সন খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে। এটা খেলে স্বাস্থ্য বাড়ে। ফলে অল্পবয়সিদের দেখতে বয়স্ক মনে হয়। কোনো মেয়ে খেতে না চাইলেও তাদের জোর করে ওরাডেক্সন খাওয়ানো হয়।
হাসি বলছে, সে প্রথম দিকে ওরাডেক্সন খেতে চাইত না। এজন্য সর্দারনী তাকে মারধর করতো। এদিকে জানা গেছে, ওরাডেক্সনের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ত্বকের অসুখ, মাথাব্যাথা ইত্যাদি হতে পারে। এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। সূত্র : ডয়েচে ভেলে

Exit mobile version