মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তনগর উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত।। ৫ জন আটক।। ১২ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

gnewsbd.netআব্দুল হাকিম  রাজ,মৌলভীবাজার ,জি নিউজ ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ছকাপন স্টেশনের মধ্যবর্তী স্থানে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল চারটা ২০ মিনিঠে ঢাকা-সিলেট রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার ভোররাত চারটা ৩৫ মিনিট থেকে বিকেল চারটা ২০ মিনিট পর্যন্ত এ পথে রেল যোগাযোগ বন্ধ ছিল। দীর্ঘ ১২ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের পোহাতে হয় নানা দুর্ভোগ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৫ জন জামায়াত ও বিএনপির কর্মীকে আটক করেছে।এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেলওয়ের বিভাগীয় (পূর্বাঞ্চল) ব্যবস্থাপক সরদার শাহাদাত্ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কুলাউড়া রেলওয়ে জংশন সুত্র মতে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর উপবন ট্রেনটি মঙ্গলবার ভোর চারটা ২৫ মিনিটের দিকে কুলাউড়া রেলওয়ে জংশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশে রওনা হয়। ভোর চারটা ৩৫ মিনিটের দিকে ট্রেনটি ঢাকা-সিলেট রেলপথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ছকাপন রেলস্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেলস্টেশনের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা একপাশের প্রায় ২০ ফুট রেলপথ তুলে ফেলায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কোনো যাত্রী হতাহত হননি। এটি নাশকতা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান,আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শেষ করেছে। এরপর বিকেল চারটা ২০ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম নেওয়াজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামায়াতের কর্মী আবুল কাশেম আজাদ (৩৬), রেদওয়ান হোসেন (২০) ও আব্দুল মতলেব (৪০) এবং বিএনপির কর্মী আলমগীর হোসেন ভূঁইয়া (৪০) সহ ৪ জনকে আটকের কথা স্বীকার করলেও অন্য একটি সুত্র ৫ জনকে আটকের কথা জানিয়েছে। কুলাউড়া রেলওয়ে থানার (ওসি) স্বপন কুমার বড়ুয়া জানান,রেললাইনে সমস্যা আছে বলে আমরা ষ্টেশনমাষ্টারকে জানানোর পর ও তিনি কিভাবে ট্রেন ছাড়ার নির্দেশ দিলেন সেঠা বোধগম্য নয়।

Exit mobile version