মৌলভীবাজারে হরতালের সমর্থনে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার, জি নিউজ:ঃ বিএনপির শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবি, দেশব্যাপী গণহত্যা ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে আহুত হরতালের সর্মথনে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ১৭ মার্চ রোববার দুপরে। পৌর যুবদলের সভাপতি সৈয়দ মমশাদ আহমদ ও সদর থানা যুবদলের আহবায়ক শফিউর রহমান শফির নেতৃত্বে হরতালের সর্মথনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদনি করে চৌমোহনা এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংপ্তি সমাবেশ বক্তব্য রাখেন- সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক মুজিবুর রহমান মজনু, যুবদল নেতা নুরুল আলম নোমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিউর রহমান, নজরুল ইসলাম, পৌর যুবদলের সাধারন সম্পাদক আনিছুজ্জামান বায়েছ প্রমূখ। উপস্থিত ছিলেন- যুবদল নেতা ইউসুফ আলী খানঁ, আব্দুল কাইয়ুম খানঁ, মিলাদ হোসেন, তোফায়েল আহমদ, আহমদ আলী, মোবারক আহমদ, জাবেদ আহমদ, রাসেল আহমদ সাগর, কয়েছ চৌধুরী, ময়নুল ইসলাম, আশিক আহমদ, সামায়ুন কবীর, সুজন আহমদ, বাছিত আহমদ, সৈয়দ সানুর আহমদ, ওমর ফারুক, বকসী রেজা, জনু আহমদ, জিল্লুর আহমদসহ কয়েকশ নেতা-কর্মী। অপরদিকে, জেলা বিএনপির ব্যানারে আরেকটি মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদনি করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। বিােভ মিছিল শেষে এক সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আয়াছ আহমদ, স্বাগত কিশোর দাশ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গাজী মারুফ, যুবদল নেতা জিল্লুল আহমদ প্রমূখ। বক্তারা বলেন- এই সরকার দেশের মানুষের কল্যান চায় না। তাই, তারা ব্যবসায়ীসহ সকল সাধারন মানুষকে আগামী দু-দিনের হরতালকে সফল করার আহবান জানান। সরকার যদি আর কোন সাধারন মানুষকে এভাবে পাখীর মতো হত্যা করে, তাহলে এর পরিনতি খুব খারাপ হবে বলে হুশিয়ারী দেন নেতারা।

Exit mobile version