স্পোর্টস ডেস্কঃ- ব্রেন্ডন ম্যাককালামের ট্রিপল সেঞ্চুরির সুবাদে ভারতের বিপক্ষে ড্র করে নিশ্চিত হার থেকে ম্যাচ বাঁচাল নিউজিল্যান্ড। এই টেস্টে ড্রয়ের সুবাদে ১-০ তে সিরিজ জিতে নিল স্বাগতিক কিউইরা। নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ৮৫ বছরের ইতিহাসে ম্যাককালাম প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন শতাধিক রান করলেন। এর আগের রেকর্ড ছিল দেশটির সাবেক অধিনায়ক মার্টিন ক্রো’র থলিতে। তিনি ১৯৯৩-৯৪ মৌসুমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯ রান করেছিলেন। এ প্রতিবেদনটি রেডিও তেহরানএর, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আগের দিনের ৬ উইকেটে ৫৭১ রান নিয়ে খেলতে নেমে অধিনায়ক ম্যাককালামের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরির অপেক্ষায় ছিল কিউইরা। শেষ পর্যন্ত লাঞ্চের আগেই প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর আর মাত্র ২ যোগ করে ৩০২ রানে আউট হন ম্যাককালাম। আর জীবনের প্রথম টেস্টে শতরান করেন জিমি নিসম। ৮ উইকেটে ৬৮০ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৪৩৪ রানের লিড নেয় তারা। দিনের বাকি ৬৫ ওভারে ৪৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কখনোই জয়ের চিন্তা করেনি ভারতীয়রা। উল্টো শুরুতেই ১০ রানে দুই ওপেনার ধাওয়ান ও মুরলি বিজয়কে হারিয়ে কপালে ভাঁজ পড়ে ধোনীদের। পরে কোহলি নেমে পরিস্থিতির হাল ধরেন। সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। কিন্তু ৫৪ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান পূজারা। এ পর্যায়ে খেলতে নামেন রোহিত শর্মা। ব্যক্তিগত সপ্তম শতরান করে ১০৫ রানে অপরাজিত থাকেন কোহলি। আর ৩১ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মাও। দিনের শেষে ৩ উইকেটে ১৬৬ রান করে ভারত। কিউই অধিনায়ক বেন্ডন ম্যাককালাম ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এর ফলে ভারতের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করল কিউইরা। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০তে জেতে স্বাগতিকরা। দু’দলের মধ্যে একটি ম্যাচ টাই হয়। তাঃ-১৯ ফেব্রুয়ারি২০১৪।