ময়মনসিংহে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা

জি নিউজ অনলাইনঃ- ময়মনসিংহে জেলা শহরের আকুয়া গরুর খোয়ার এলাকায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে জেলা শহরের আকুয়া গরুর খোয়ার মোড়ে এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন: আব্দুল হক (৫৫) ও তার স্ত্রী রাহাতুন নেছা (৪৯)। আব্দুল হক পোস্ট মাস্টার ও রাহাতুন নেছা স্থানীয় আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসিবে কর্মরত ছিলেন। স্বামী-স্ত্রী দুইজনই সরকারি কর্মকর্তা ছিলেন। নিহতদের দুই ছেলে ঢাকায় থাকেন। এছাড়া এ খুনের ঘটনায় গোলাম মোস্তফা নামের একজনকে আটক করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বাসায় রাত সারে এগারটার দিকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসে । বাসার ২য় তলা থেকে একজনকে লাফিয়ে পরতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে লোকজন বাসার ভিতরে গিয়ে স্বামী-স্ত্রী দুইজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতরা তাদের নিজ বাসার ২য় তলায় বাস করতেন। তাদের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলা বলে জানা গেছে। চলতি বছর হজ্জের জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা।এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কি উদ্দেশ্যে খুন করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে জানান তিনি।

Exit mobile version