যশোরে সদরে অগ্রণী ব্যাংকে গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট, ২জন আটক

যশোর প্রতিনিধিঃ- যশোর জেলায় সদর উপজেলার রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে থানা পুলিশ।
এদিকে প্রহরীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা পাঁচ/ছয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত ২জন নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে এবং ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভোল্ট ভেঙে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এসআই মাহমুদ আরও জানান, নৈশপ্রহরী বিশ্বজিত ও শহিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যাংকের মধ্যে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বৃত্তরা সেটি নেয়নি।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী জানান ডাকাত দল ব্যাংকে রাখা সিসি ক্যামেরার মেমোরি কার্ডটি নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version