যাকাতের কাপড় আনতে গিয়ে ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:- ময়মনসিংহে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে অন্তত তিন শিশুসহ ২৫ জন হতদরিদ্র নারী নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন শতাধিক নারী-পুরুষ। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে অতুল চক্রবর্তী রোড এলাকায় ব্যবসায়ী শামীম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফ্যাক্টরির মালিক শামীমসহ ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে নূরানি জর্দা ফ্যাক্টরির পক্ষ থেকে দুস্থ-অসহায় নারীদের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করার ঘোষণা দেয়া হয়। এ খবর জানার পরে হাজারো নারী-পুরুষ মধ্যরাতের পর থেকেই ফ্যাক্টরির গেটের সামনে জড়ো হয়।

সেহরির পর ফ্যাক্টরির গেট খুলে দেয়া হলে একসঙ্গে শত শত মানুষ ঢোকার জন্য হুড়োহুড়ি শুরু করে। এক পর্যায়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় আরো ১৫ জন।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া পুলিশ সুপার মঈনুল হক জানান, যাকাতে এতো লোম সমাগম হবে অথচ পুলিশ প্রশাসনকে জানানো হয়নি। এটা ঠিক হয়নি তাদের।

এদিকে নিহতদের পরিবারে চলছে এখন শোকের মাতম। কেউ মা, কেউ স্ত্রী অথবা সন্তানকে হারিয়ে নির্বাক স্বজনরা। প্রতিটি বাড়ীতে চলছে স্বজন হারোনোদের আহাজারি।

Exit mobile version