লাইফস্টাইল ডেস্ক:- স্বাধীনতা-অধিকার ইত্যাদি নিয়ে নারীদের বক্তব্য এখন স্পষ্ট। নানা সম্পর্ক নিয়ে তাদের জীবনে যারা জুড়ে রয়েছেন, তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা হয়। হতে পারে তর্ক-বিতর্ক। বিশেষজ্ঞের মতে, নারীদের এমন কিছু কথা রয়েছে যার অর্থ আসলে ভিন্ন হতে পারে। এ নিয়ে প্রায়ই ভুল বোঝেন পুরুষরা। তাই নারীদের সঙ্গে কথোপকথনে ১০টি বিষয়ের কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞ। এগুলো শুনে কিছু বুঝে নেওয়ার আগে অন্তত আরেকবার ভেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
১. ‘আমি রান্না করতে খুব ভালোবাসি’- এর অর্থ এই নয় যে তিনি সব সময় রান্না করতে পছন্দ করেন।
২. ‘আমি বাচ্চাদের খুব পছন্দ করি’- এ কথা দিয়ে তিনি সন্তানদের নিয়ে ক্রিকেট দল গঠন করার ইচ্ছা পোষণ করেননি। মাতৃত্বের স্বাদ নেওয়াটাই তার জন্যে যথেষ্ট হতে পারে।
৩. ‘আমি খুবই ধার্মিক’- তিনি হয়তো বোঝাতে চাননি যে নিয়মিত ধর্মকর্ম পালন করতে চান এবং ধর্মীয় উপাসনালয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। অধিকাংশ নারীর ক্ষেত্রে তার ঘর-সংসার সামলানোই ধর্ম।
৪. ‘বাড়ি সাজানোর স্বপ্ন দেখি’- সব পছন্দের দামি জিনিসপত্র দিয়ে বাড়ি ভরে ফেলার কথা বলেননি তিনি।
৫. ‘আমি ক্যারিয়ার সচেতন’- এর অর্থ তিনি যে স্বামী-সংসারের প্রতি উদাসীন তা নয়।
৬. ‘আমি সব খাই’- বুঝবেন না যে তিনি খাদক। তা ছাড়া খাবার নিয়ে তার কোনো পছন্দ নেই তাও বলতে পারবেন না।
৭. ‘আমি ধূমপান করি’- এ কথায় বুঝে নেওয়া উচিত নয় যে তিনি ধূমপানে পুরোপুরি আসক্ত। অথবা নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি রয়েছে তার।
৮. ‘একটি ছেলেই আমার সবচেয়ে কাছের বন্ধু’- এর মানে ওই বন্ধু তার প্রেমিক নন। আবার ছেলেদের সঙ্গে সময় কাটাতেই যে তার চারিত্রিক বৈশিষ্ট্য তাও নয়।
৯. ‘বেশি কাপড় পরতে ভালো লাগে না’- তার মানে এই নয় যে তিনি সেক্স সাইরেন হয়ে ঘুরে বেড়াতে চান। এটা দিয়ে নিজের আরামের কথাও প্রকাশ করতে পারেন তিনি।
১০. ‘একাকিত্ব আমার ভালো লাগে’- এর অর্থ আপনার সঙ্গ যে তার ভালো লাগছে না তা নয়। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
যা বলেছেন তা আসলে বোঝাননি, নারীদের এমনই ১০টি কথা
Share This