অনলাইন ডেস্ক:জি নিউজঃ- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বিবিসিকে বলেছেন, প্রেসিডেন্ট ওবামা যদি সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের আদেশ দেন তাহলে তারা অভিযান শুরু করতে তৈরি আছেন।এ জন্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার কাছে এটা ক্রমশই আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে যে গত সপ্তাহে সিরিয়ায় যে আক্রমণে কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে তার জন্য সিরিয়ার সরকারই দায়ী।তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, পশ্চিমা সরকারগুলো যেসব অভিযোগ করছে তা মিথ্যা এবং ইসরায়েল ও আল-কায়েদার স্বার্থ পূরণের জন্যই এগুলো ছড়ানো হচ্ছে।তিনি বলেন, তার দেশ জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে পুরোপুরি সহাযোগিতা করছে।জাতিসংঘ অবশ্য জানিয়েছে যে তাদের অস্ত্র পরিদর্শকরা ঐ আক্রমণের জায়গাটি দ্বিতীয়বার পরিদর্শনের কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে।এর আগে রাশিয়া ও চীন উভয়েই সিরিয়ায় কোন রকমের হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবাণী জানিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদকে পাশ কাটানোর পরিণতি হবে ভয়াবহ। এদিকে ব্রিটেন কী পদক্ষেপ নেবে তা নিয়ে বিতর্ক ও ভোটাভুটির জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশন ডেকেছেন।প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র ব্রিটেনের আপদকালীন পরিকল্পনা গ্রহণের কথাও বলেছেন।এর পাশাপাশি ইসলামী জঙ্গীদের সাথে সম্পর্কিত ওয়েবসাইটগুলো বলছে, তাদের নেতা এবং ট্রেনিং ক্যাম্পগুলোও মার্কিন নেতৃত্বাধীন অভিযানে আক্রান্ত হতে পারে এবং এ জন্য তাদের লোকদের সতর্ক থাকতেও বলা হয়েছে।অন্যদিকে সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপকে ঘিরে উদ্বেগ তৈরি হওয়ায় এশিয়া এবং ইউরোপে শেয়ার বাজারে মূল্য পতন হয়েছে।দুবাইয়ে স্টক মার্কেটে মূল্যসুচক ৭% পড়ে গেছে এবং তেলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের ওপরে চলে গেছে।সূত্র–বিবিসি বাংলা- মঙ্গলবার, ২৭আগস্ট ২০১৩