বিনোদন ডেস্কঃ- বিগ বস থেকে বলিউড তারকা হয়ে আজ সানি লিওন সাধারণ দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পর্ন সিনেমা থেকে বলিউডে স্থান করে নেওয়ায় তিনি অবশ্য অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন। কিন্তু তবুও তাকে নিয়ে আগ্রহের কমতি নেই পাঠক এবং দর্শকের। এখানে সানি লিওনের কিছু তথ্য দেওয়া হলো যার সম্পর্কে খুব কমই জেনেছেন ভক্তরা। ইন্দো-কানাডিয়ান ও আমেরিকান এই সাবেক পর্ন তারকা একাধারে অভিনেত্রী, ব্যবসায়ী এবং মডেল। তিনি বিশ্বাস করেন দর্শকের মধ্যে পুরোপুরি জায়গা করে নিতে তার আরো কিছু সময় লাগবে।সানির আসল নাম কারেনজিৎ কর ভোহরা। পর্দায় তিনি সানি লিওন নাম নিয়ে আসেন।২০১১ সালে বিগ বসের সিজন ৫ এ অংশ নিয়েছেন সানি। এর পর প্রথমবারের মতো তাকে বলিউড সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়। তিনি নিজেকে অন্যান্য তারকার মতো দারুণ পরিশ্রমী অভিনেত্রী হিসেবে দাবি করেন। সানির স্বপ্ন ছিলো তিনি বড় হয়ে পেডিয়াট্রিক হবেন। কিন্তু মাত্র ১৯ বছর বয়েসে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন তিনি।’রাগিনী এমএমএস ২’ ছবিতে তিনি শুটিংয়ের ক্রুদের নিয়ে শুটিংয়ের জায়গা নির্বাচনে চষে বেড়িয়েছেন।এই পর্ন তারকা একটি ক্যাথলিক স্কুলে পড়েছেন। মাত্র ১১ বছর বয়সে তার প্রথম চুম্বনের অভিজ্ঞতা হয়। তিনি ১৬ বছর বয়সে অন্য স্কুলের এক বাস্কেটবল খেলোয়াড়ের সঙ্গে প্রথম সেক্স করেন।নিজেকে উভকামী হিসেবে উপলব্ধি করেন ১৮ বছর বয়েসে। তবে এ ক্ষেত্রে ছেলেদের বেশি পছন্দ করেন তিনি।পুরুষদের জন্য প্রকাশিত বিখ্যাত ম্যাগাজিন ‘ম্যাক্সিম’ এর ২০১০ সালের জরিপে পর্ন ইন্ডাস্ট্রির টপ টুয়েলভ এ তার নাম চলে আসে। ‘জিসম ২’, ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করেছেন সানি। এসব ছবির বেশ কিছু দৃশ্য অতিমাত্রায় যৌনতাপূর্ণ হওয়ায় কেটে দিয়েছে সেন্সর বোর্ড।পর্ন দুনিয়ার প্রবেশের আগে তিনি জিফি লুব নামের একটি জার্মান বেকারি এবং পরে ট্যাক্স-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন।বর্তমানে বলিউডে আসন পাকা করাই সানির ভবিষ্যত পরিকল্পনা। বলিউডে প্রবেশের আগে সানি নিজের মানসিকতা সম্পর্কে বলেন, ‘আমি খুবই অস্বস্তি ও আশঙ্কায় ছিলাম। বলিউডে আসার আগ দিয়ে ইউএসএ-তে ভারতীয় কমিউনিটি আমার প্রতি ঘৃণা পোষণ করে মেইল পাঠাতো। আবার এখন তারাই আমার বিষয়ে সন্তুষ্ট বলে মেইল করে জানিয়েছেন।সানি লিওন ৪২টি পর্ন ছবি পরিচালনা করেছেন এবং নিজে অভিনয় করেছেন ৪১টিতে। বর্তমানে বলিউডে অভিনয় করলেও ভবিষ্যতে এখানে ছবি প্রযোজনা বা পরিচালনার বিষয়ে না বলেননি তিনি।ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তবে তার আগে সম্পর্ক ছিলো প্লেবয় এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে। টিওআই-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা একটি ফুটফুটে শিশু নেওয়ার কথা ভাবছি। ড্যানি একটি মেয়ে চায়, তবে আমি একটি সুস্থ শিশু চাই। কবে হবে তা জানি না, তবে খুব শিগগিরই।’একতা কাপুরের ‘রাগিনী এমএমএস ২’ সানির সর্বসাম্প্রতিক ছবি যেখানে গ্ল্যামারকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন তিনি। ভূতকে ভয় না করলেও পোকা-মাকড়ে দারুণ ভয় তার। বলিউডে অভিনয়ের আগে তিনি ভারতে চারবার বেড়িয়ে গেছেন। এখন ভারতের মানুষের প্রিয় তারকা হয়ে উঠতে চান। তিনি বলেন, ‘অতীতকে আমি মুছতে পারবো না। তা ছাড়া অতীত নিয়ে আমার কোনো অনুতাপ নেই। পর্ন সিনেমার অভিনেত্রী বলে মানুষ যদি ভাবেন আমি সেই নারী যার কাজই টেবিলে উঠে বিবসনা হওয়া এবং অন্যের স্বামীর সঙ্গে বন্ধুত্ব করা, তবে তারা ভুল করবেন।’বিগ বসে সাহসী পারফরমেন্সের কল্যাণে তিনি পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন। তিনি তাকে ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। এ ছাড়া ‘কালইয়ুগ’ ছবিতেও তাকে নিতে চেয়েছিলেন পরিচালক মহিত সুরি। কিন্তু তার জন্য এক মিলিয়ন ডলার ফি চাওয়ায় পিছু হটেন পরিচালক।সূত্র-টাইমস অব ইন্ডিয়া