যৌন দাসী হিসেবে বন্দি বিক্রি করছে আইএসআইএল: জাতিসংঘ

অনলাইন ডেস্ক:-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তাদের হাতে বন্দি নারীদেরকে যৌন দাসী হিসেবে বিক্রি করে দিচ্ছে। জাতিসংঘের সর্বসাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের ইরাক মিশন (ইউএনএমআই) জানিয়েছে, ইজাদি ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় পাঁচশ’ নারীকে ইরাকের মসুল ও সিরিয়ার রাক্কা এলাকার বাজারে বিক্রি করা হচ্ছে। এসব বন্দি নারীর গায়ে দাম লেখা থাকে এবং এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষিও চলে। এসব বন্দির মধ্যে বহু অল্প বয়সী তরুণীও রয়েছে। জাতিসংঘের ২৯ পৃষ্ঠার প্রতিবেদনে আরো বলা হয়েছে, বন্দি নারীদেরকে মূলত যুবকদের কাছে বিক্রি করা হচ্ছে এবং নারী বিক্রির মাধ্যমে তারা যুবকদেরকে আইএসআইএলে যোগ দেয়ার জন্য প্ররোচিত করারও চেষ্টা করছে। এছাড়া তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এ পর্যন্ত বহু নারী বন্দিকে হত্যা করেছে বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি আরো বলেছে, ইরাকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আট হাজার ৪৯৩ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। এছাড়া ঘর-বাড়ি হারিয়েছেন আরো প্রায় ১৮ লাখ মানুষ।খবর:রেডিও তেহরান,সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বর্তমানে সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখল করে রেখেছে।

Exit mobile version