রংপুরে ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম উদ্বোধন প্রধানমন্ত্রীর
জি-নিউজ
রংপুর বিভাগের ৭টি জেলার ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, গাইবান্দার সাংসদ অ্যাডভোকেট ফজলে রাবি্ব, রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমদে, রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক ফরিদ উদ্দীন আহমেদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ সাত জেলার উচ্চ পর্যায়ের সরকারী কর্মকতারা। ভিডিও-কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টি জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বিভিন্ন বক্তব্য শোনেন। রংপুর জেলা প্রশাসন সূত্র জানায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের একটি উচ্চ অধিকারপ্রাপ্ত কর্মসূচি। এ কর্মসূচি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ২৪ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী বেকার যুবক ও তরুণীদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ প্রকল্পের প্রথম পাইলট স্কিম হিসেবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার সবগুলো উপজেলাতে সফলভাবে বাস্তবায়িত হয়। দ্বিতীয় পাইলট স্কিম হিসেবে রংপুর বিভাগের বাকি ৭ জেলায় বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি চালু করা হলো। এ প্রকল্পের মাধ্যমে রংপুর বিভাগের সাত জেলার ৮ উপজেলার ১৬ হাজারের বেশি বেকার যুবক ও তরুণীদের কর্মসংস্থান হলো। জানা গেছে, রংপুরে এ কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
সম্পাদনা/শাবানা মন্ডল /০২.১৩ঘ /১মার্চ