রংপুর জেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলন

kkkkkkkরংপুর প্রতিনিধ,জি নিউজ: চলতি মৌসুমে দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।এসব জমিতে উৎপাদিত ধানের সোনালি শীষ বাতাসে এখন দোল খাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আগাম জাতের ধানকাটা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলন আশা করছেন। বিসত্মৃীর্ণ মাঠের ইরি-বোরো ধানের শীষ ইতিমধ্যে বের হয়ে গেছে। কোনো কোনো অঞ্চলে আগাম রোপণ করা ধান পাকতে শুরম্ন করেছে। অনুকূল আবহাওয়া থাকায় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সময় মতো উন্নতমানের বীজ, পর্যাপ্ত সার ও কীটনাশক চাষিদের মাঝে সরবরাহ করায় ইরি-বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষকরা আশা করছেন। রংপুর জেলার গংগাচরা উপজেলার জয়দেব(কইপারা) গ্রামের বোরো চাষি মোঃ আনসার আলী এবং একই গ্রামের কৃষক মোঃ আব্দুল কাঈঊম জি নিউজ বিডি ডট নেটের সাংবাদিককে জানান, ইরি-বোরো ধান হচ্ছে এ অঞ্চলের কৃষকদের প্রধান ফসল তাই প্রতি বছর তারা আগ্রহ সহকারে এ ফসল চাষ করে থাকেন। মোঃ আব্দুল কাঈঊম জানান, তিনি এ বছর প্রায় ১০ একর জমিতে বিভিন্ন জাতের ইরি ধানের আবাদ করেছেন এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ফলনও ভালো হবে। জাকারিয়া/ জি নিউজ

Exit mobile version