জি নিউজ ঃ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ব-বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ। বকেয়া তিন মাসের বেতন ও বোনাস প্রদানসহ ৭ দফা দাবিতে শনিবার শিক্ষক সমাজের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শিক্ষক সমাজের ৭ দফার মধ্যে রয়েছে উচ্চ শিক্ষাগামী শিক্ষকদের ছুটি নিশ্চিত করা, শিক্ষকদের সকল পারিতোষিক দ্রুত পরিশোধ করা, জরুরি ভিত্তিতে বিভিন্ন বিভাগে এডহক ও পদের বিপরীতে অস্থায়ী পদে কর্মরত শিক্ষকদের স্থায়ী পদে নিয়োগ নিশ্চিত করা, আপগ্রেডেশন প্রাপ্যতার সময় অতিক্রান্ত শিক্ষকদের জরুরি ভিত্তিতে প্রাপ্যতার তারিখ হতে আপগ্রেডেশন নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের অরগানোগ্রাম অনুযায়ী জরুরি ভিত্তিতে সব বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে অতিরিক্ত দায়িত্বের পদসমূহে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা।
প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য সচিব ড. গাজী মাজহারুল আনোয়ার জানান, দাবি-দাওয়ার বিষয়ে উপাচার্যকে আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু আলটিমেটামের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি আমাদের দাবিসমূহ পূরণ করেননি। এর ফলেই আজ থেকে আমরা একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছি।