আন্তর্জাতিক ডেস্কঃ-মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহীবিমানের সন্ধানে সাগরে অনেকগুলো জাহাজ নামিয়েছে চীন। এ ছাড়া, থাইল্যান্ডবলেছে, গত ৮ মার্চ ২৩৯ আরোহীবাহী বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই হয়তো দেশটিররাডারে এটি ধরা পড়েছিল।বোয়িং-৭৭৭ বিমানটির আরোহীদের মধ্যে ১৫৩জনই ছিলেন চীনের নাগরিক। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ এবং ইন্দোনেশিয়ারপশ্চিমের বিস্তীর্ণ পানিসীমায় তল্লাশি চালানোর জন্য নয়টি জাহাজ পাঠিয়েছেচীন। এর আগে থেকেই ২৬টি দেশ এ বিমানের সন্ধানে তল্লাশি চালিয়ে আসছিল।বর্তমানে সব দেশ মিলে যে বিশাল এলাকায়তল্লাশি চালাচ্ছে তার আয়তন অস্ট্রেলিয়ার সমান। মালয়েশিয়া বলেছে, কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালাক্কা প্রণালীর আকাশে বিমানটিরসঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর এটি ইচ্ছাকৃতভাবে গতিপথ পরিবর্তন করে উত্তরঅথবা দক্ষিণ দিকে চলে যায়।সূত্র-রেডিও তেহরান,তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, পাইলট, কো-পাইলট বা যাত্রীদের মধ্য থেকে কেউ এ কাজ করেছে।