রহস্যজনকভাবে নিখোঁজ বিমানের সন্ধানে তল্লাশির পরিধি বাড়িয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ-মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সন্ধানে সাগরে অনেকগুলো জাহাজ নামিয়েছে চীনএ ছাড়া, থাইল্যান্ড বলেছে, গত ৮ মার্চ ২৩৯ আরোহীবাহী বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই হয়তো দেশটির রাডারে এটি ধরা পড়েছিল বোয়িং-৭৭৭ বিমানটির আরোহীদের মধ্যে ১৫৩ জনই ছিলেন চীনের নাগরিকবঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ এবং ইন্দোনেশিয়ার পশ্চিমের বিস্তীর্ণ পানিসীমায় তল্লাশি চালানোর জন্য নয়টি জাহাজ পাঠিয়েছে চীনএর আগে থেকেই ২৬টি দেশ এ বিমানের সন্ধানে তল্লাশি চালিয়ে আসছিল বর্তমানে সব দেশ মিলে যে বিশাল এলাকায় তল্লাশি চালাচ্ছে তার আয়তন অস্ট্রেলিয়ার সমানমালয়েশিয়া বলেছে, কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালাক্কা প্রণালীর আকাশে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়এরপর এটি ইচ্ছাকৃতভাবে গতিপথ পরিবর্তন করে উত্তর অথবা দক্ষিণ দিকে চলে যায়সূত্র-রেডিও তেহরান,তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, পাইলট, কো-পাইলট বা যাত্রীদের মধ্য থেকে কেউ এ কাজ করেছে

Exit mobile version