রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জি  নিউজঃ- ঢাকা – এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টার ইমপ্রুভমেন্ট পরীক্ষা পুনর্বহাল করে নতুন নিয়ম পরিবর্তনের দাবিতে রাজধানীর প্রেসক্লাব ও মহাখালীর আমতলীতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে সরকারি তিতুমীর কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বনানী থানার অফিসার ইনচার্জ(ওসি) ভুইয়া মাহাবুবুর রহমান জানান, নতুন নিয়ম পরিবর্তনের দাবিতে মহাখালীর আমতলী মোড়ে সকাল সোয়া ১১টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন নিয়ম বাতিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য়ের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। এই দাবি লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে অনেকের কাছে। শিক্ষার্থীরা জানান, একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনেক কলেজে বিক্ষোভ চলছে।

Exit mobile version