জি নিউজ বিডি ডট নেট ঃ- প্রথমশ্রেণীতেলটারিরফলঘোষণা ,রাজধানীর সরকারি ১৪টি স্কুলে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির লটারি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এলাকা ভিত্তিতে ‘ক’, ‘খ’ ও ‘গ’- এই তিনটি গ্রুপে ভাগ করে লটারি করা হয়েছে। বিকেলে লটারির ফল নিজ স্কুলের অনলাইনে ও নোটিশ বোর্ডে দেয়া হয়েছে। পুরনো ২৪টি সরকারি স্কুলের মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণী রয়েছে। এর বাইরে নতুন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়েও প্রথম শ্রেণীতে ছাত্রী ভর্তিতে লটারি হয়েছে। সরকারি স্কুলের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাগুলো দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য। ‘ক’ গ্রুপের স্কুলগুলো হচ্ছে- গভ. ল্যাবরেটরি হাইস্কুল, নিউ গভর্মেন্ট গার্লস হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়। ‘খ’ গ্রুপের স্কুলগুলো হচ্ছে- মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, গভ. মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়। আর ‘গ’ গ্রুপে রয়েছে- ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গণভবন সরকারি উচ্চবিদ্যালয় ও তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়। এ ছাড়া বর্তমান সরকারের আমলে ঘোষিত ঢাকার নতুন পাঁচটি সরকারি স্কুলেও একইসাথে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই পাঁচটি সরকারি স্কুল হচ্ছে আজিমপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজারীবাগ শেখ রাসেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মিরপুরের দুয়ারীপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ডেমরার আলহাজ হাজী গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং উত্তরখানের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়। রাজধানীর সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় নয় হাজার আসন রয়েছে। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ৫০ নম্বরের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা নেয়া হবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণীতে ১০০ নম্বরের দুই ঘণ্টার পরীক্ষা নেয়া হবে। আর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর করে মোট ৫০ নম্বরের এক ঘণ্টার এবং অন্যান্য শ্রেণীতে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর করে মোট ১০০ নম্বরের দুই ঘণ্টার পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ১৯, ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’ গ্রুপের স্কুলগুলোর ১৯, ‘খ’ গ্রুপের ২০ ও ‘গ’ গ্রুপের ২১ ডিসেম্বর পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর শুক্রবার বেলা আড়াইটায় এবং ১৯ ও ২১ ডিসেম্বর বেলা ২টা থেকে শুরু হবে। আগামী ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাকি শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা হবে। সূত্র : ইন্টারনেট তাঃ-১৫ ডিসেম্বর ২০১৩