
বিন আমিন, স্টাফ রিপোটার:- রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কালশী রোডে ‘জামালি নূর’ পরিবহনের একটি বাসের ধাক্কায় ডিজিএফআই-এর সৈনিক নাজমুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার এসআই খোরশেদ আলম জানান, ‘জামালি নূর’ পরিবহনের ওই বাসটি আটক করা হয়েছে।