অনেক ক্ষেত্রে অল্প সময়ে জাতীয় পরিচয়পত্র করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়, ক্ষেত্র বিশেষ যথেষ্ট হয়রানির পর জাতীয় পরিচয়পত্র প্রদান এবং অনেক সময় জাতীয় পরিচয়পত্র প্রদান না করেও প্রতারনা করে আসছিল। সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও উক্ত দালাল চক্র গণ-উপদ্রব অব্যাহত রাখেন।
জাতীয় পরিচয়পত্র অধিদপ্তর কর্তৃক গণ-উপদ্রব বন্ধ করার জন্য দালালদের প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। কর্তপক্ষের সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৮/১৫ তারিখ র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল শেরেবাংলা নগর থানাধীন ইসলামি ফাউন্ডেশন অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাতীয় পরিচয়পত্র তৈরী প্রনয়ন ও সংশোধন দালাল চক্রের ০৬ জন সদস্যকে গ্রেফতার করা হয় এবং র্যাবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হেলাল উদ্দিন আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে জেল ও জরিমানা করেন। উক্ত অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সালাহ্উদ্দিন মাহমুদ।
ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করে
র্যাব-২ ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।