রাজধানীর চানখাঁরপুলে সংঘর্ষ ঢাবির ৭ শিক্ষার্থী গুলিবিদ্ধ

5228665cf2d05-7জি নিউজঃ-০রাজধানীর চানখারপুলে আনন্দবাজার মার্কেট এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছেচাঁনখারপুলের দুটি রাস্তা অবরোধ করে রাখা হয়েছে এ সময় দায়িত্বরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলোপাতাড়ি গুলি ছোড়েএতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী গুলিবিদ্ধ হনআহত শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে , এদিকে  গুলিবিদ্ধের ঘটনার পর শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর একটি গাড়িতে আগুন দেয়পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলীর সাথে বৈঠক করছেন বলে জানা গেছেরমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, চাঁনখারপুল এলাকায় দায়িত্বরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পেটানোর জেরে ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছেএদিকে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদেরকে পুলিশ লাঠিপেটা  করেছে ও  রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ রয়েছেস্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার মীর সমীরের নেতৃত্বে জোরপূর্বক ঢাবির অমর একুশে হল সংলগ্ন একটি মার্কেট দখলের চেষ্টা থেকে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার সূত্রপাত ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান,  আজ দুপুর  ১২টার দিকে অমর একুশে হলের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাশেদ, মাসুদ ও মোতালেব নামে তিনজন শিক্ষার্থী একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেনবিল দেওয়ার সময় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের শ্রমিক লীগের সভাপতি খায়ের হোসেনের এক সমর্থক  রাশেদের কলার ধরে তাঁর পরিচয়  জিজ্ঞেস করেনসেখানে যুবলীগের কয়েকজনও ছিলেনকলার ধরার পরে রাশেদ জানান, তিনি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকএ সময় তাঁদের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়একপর্যায়ে শ্রমিক লীগের কয়েকজন তাঁদেরকে মারধর করেনএ সময় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী হলে খবর দেনখবর পেয়ে অমর একুশে হল থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী শ্রমিক লীগ ও যুবলীগের কর্মীদের ধাওয়া দেনএ সময় তাঁদের মধ্যে সংঘর্ষ হয়একপর্যায়ে  শ্রমিক লীগ ও যুবলীগের কর্মীরা পালিয়ে যানপরে শিক্ষার্থীরা দুই দলে ভাগ হনঅমর একুশে হলের শিক্ষার্থীরা হলের সামনে ও  শহীদুল্লাহ এ ঘটনার প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা আনন্দবাজার মোড় ও দোয়েল চত্বরে অবরোধ করেনপুলিশের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আশ্বাস দেওয়ার পরে শিক্ষার্থীরা বিকেল তিনটার দিকে অবরোধ তুলে নেন জি নিউজ/তাঃ-০৫ সেপ্টেম্বর, ২০১৩

 

 

Exit mobile version