জি নিউজঃ-রাজধানীর তুরাগ থানা আশুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া থেকে মোটরসাইকেলযোগে উত্তরা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৭ (এপিবিএন)-এ কর্মরত ছিলেন। জানা যায়, তুরাগের এলাকায় বেড়িবাঁধের ওপর পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে কনস্টেবল মিজানুর রহমান গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মিজানুরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের বাসুনিয়ায়।