জি নিউজঃ-রাজধানীর মিরপুরের এক যুবলীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতবুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৯১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে যুবলীগ সাহাবুদ্দিন সাবু (৩৬) বাসায় ফিরছিলেন। মিরপুর স্টেডিয়ামের পশ্চিম পাস দিয়া সামনে আসলে হঠাৎ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. ইমতিয়াজ আলী বিষয়টি নিশ্চিত করেছন। গুলিবিদ্ধ সাহাবুদ্দিনের বাবার নাম তেজাম্বর আলী। পল্লবীর ১২ নম্বর সেকশনের ১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে বসবাস করতেন তিনি।